আজ খবর (বাংলা), ইমফল, মনিপুর, ২০/০৭/২০২৩ : আজ থেকে প্রায় ৪০ দিন আগে মনিপুরে ঘটে যাওয়া একটি নিন্দাজনক ঘটনার ভিডিও আজ প্রকাশ্যে এসেছে এবং তা ভাইরাল হয়ে যাওয়ায় সমাজের সর্বস্তরের মানুষকে কাঁপিয়ে দিয়েছে। কাঁপিয়ে দিয়েছে সংসদকেও। যার জেরে বাদল অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভা কিছুক্ষনের জন্যে মুলতুবি হয়ে গেল।
ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মনিপুরে একদল উন্মত্ত জনতা দুই মহিলাকে সম্পূর্ণ নগ্ন করে প্রকাশ্যে হাঁটাচ্ছে। এই ভিডিওটির ঘটনাটি ঘটেছিল মে মাসের ৪ তারিখে বলে জানা গিয়েছে। ঘটনার ৪০ দিন পর কোনোভাবে এই ভিডিও ফাঁস হয়ে যায় এবং প্রকাশ্যে চলে আসে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। এরপরেই দেশের বিরোধী দলগুলি জোটবদ্ধ হয়ে কেন্দ্র সরকারকে চেপে ধরে। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিবৃতি দিতে হবে এবং মনিপুর বিষয়ে আলোচনা করতে হবে বলে বিরোধী দলগুলি সোচ্চার হয়ে ওঠে।
মনিপুর ইস্যুতে সুপ্রীম কোর্টের বিচারকরাও নিন্দা করায় নরেন্দ্র মোদী সভা শুরু হওয়ার আগেই সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সামনে নিজের বিবৃতি দেন এবং কড়া ভাষায় মনিপুরের ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, "দেশের মাতা ও কন্যাদের যারা অপমান করেছে তাদের কেউই রেহাই পাবে না। সেই সঙ্গে দেশের সব রাজ্যের শাসকদের অনুরোধ করেন যাতে তাঁরা আইন শৃঙ্খলা আরও জোরদার করেন, যাতে এই দেশের সব জায়গায় মহিলাদের সন্মান সুরক্ষিত থাকে।"
মনিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেছেন, "মনিপুর সরকার খুব কড়া পদক্ষেপ গ্রহণ করছে। ঘটনার মূল পাণ্ডা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। অপরাধীদের রেয়াত করা হবে না।" এদিকে দিল্লীতে সংসদে অধিবেশন বসতেই মনিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি ও আলোচনা চেয়ে বিরোধী পক্ষ উত্তাল হয়ে ওঠে। দুপুর দু'টো পর্যন্ত রাজ্যসভা মুলতুবি রাখতে হয়।