আজ খবর (বাংলা), শ্রীহরিকোটা , অন্ধ্র প্রদেশ, ১৪/০৭/২০২৩ : ইসরোর হাত ধরে ফের ইতিহাস গড়ল ভারত, চার বছর পর ফের চাঁদে মহাকাশযান পাঠালো ভারত।
শুক্রবার দুপুর দু'টো বেজে পঁয়ত্রিশ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিল চন্দ্রযান ৩. এর আগে চন্দ্রযান ১ চাঁদের কক্ষপথে ঘুরে বেরিয়েছে। চন্দ্রযান ২ চাঁদে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। এবার আকার অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে চাঁদের মাটিতে আগামী ২৩শে আগষ্ট সফট ল্যান্ডিং করতে চলেছে (সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত) চন্দ্রযান ৩; আমেরিকা, রাশিয়া এবং চীনের পর ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদের মাটিতে নেমে গবেষণার কাজ চালাবে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ অংশে ল্যান্ড করবে, যেখানে সূর্যের আলো সেভাবে পৌঁছায় না, যেখানে এখনও পর্যন্ত অন্য কোনো দেশ তাদের মহাকাশযানকে ল্যান্ড করায় নি। ভারতই প্রথম দেশ যারা চাঁদের ঐ অন্ধকার জায়গায় মহাকাশযান ল্যান্ড করাতে চলেছে। চন্দ্রযান ৩ চাঁদে নিয়ে যাচ্ছে একটি রোভারকে, যেটি চাঁদের মাটিতে নিরাপদে অবতরণ করার পরে নিজেই বেরিয়ে এসে স্বয়ংক্রিয় হয়ে গবেষণার কাজ চালাবে, ছবি তুলবে, এক্সরে করবে, ডেটা এনালিসিস করে ইসরোকে পাঠাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ফ্রান্স সফরে রয়েছেন, তিনিও উৎক্ষেপণের মুহূর্তির সাক্ষী থেকেছেন। এদিন প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীদের এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।