কংগ্গ্রেস-সিপিএমের কোনো নীতি নেই ? : অগ্নিমিত্রা পল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কংগ্গ্রেস-সিপিএমের কোনো নীতি নেই ? : অগ্নিমিত্রা পল

Share This

 

কংগ্গ্রেস-সিপিএমের কোনো নীতি নেই ? : অগ্নিমিত্রা পল

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/০৭/২০২৩ : অবিজেপি দলগুলিকে নিয়ে বিরোধী মহাজোট সম্মেলনকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী, দলের জেনারেল সেক্রেটারি তথা বিধায়ক অগ্নিমিত্রা পল।

বিজেপি বিরোধী জোটের  আজ মহা সম্মেলন হতে চলেছে কংগ্রেস শাসিত রাজ্য কর্নাটকের ব্যাঙ্গালুরু শহরে। কংগ্রেসেরই আহবানে সেখানে আজ অবিজেপি দলগুলি তাদের মহাজোটের দ্বিতীয় বৈঠকে মিলিত হতে চলেছে। প্রথম বৈঠকটি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আহবানে পাটনা শহরে হয়েছিল। দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে ব্যাঙ্গালুরু শহরে। দেশের  বিজেপি বিরোধী বেশ কিছু রাজনৈতিক দল যোগ দিচ্ছে এই বৈঠকে। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিরোধীদের জোটে রয়েছে সিপিএম এবং কংগ্রেসও। আর এখানেই চেপে ধরতে চাইছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর বক্তব্য, "যেখানে পশ্চিমবঙ্গে এবং কেরালায় সিপিএম (মার্ক্সবাদী) এবং কংগ্রেস একে  অপরের বিরুদ্ধে লড়াই করল, তারা এখন একসাথে বসে ব্যাঙ্গালুরু শহরে ডিনার করবে ! কংগ্রেস এবং সিপিএমের কোনো নীতিবোধ নেই।" অগ্নিমিত্রা বলেন, "পশ্চিমবঙ্গে যেখানে সিপিএম এবং কংগ্রেস নিজেদের মধ্যে জোট বেঁধে কিছুদিন আগেই ভোটে লড়াই করল। বিবৃতি দিয়ে জানালো তৃণমূল কংগ্রেস তাদের দলের লোকেদের মেরে ফেলছে, হুমকি দিচ্ছে। বলল মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুনী, সেই মমতারই  পাশে বসে এবার এরা একসাথে ডিনার করতে চলেছে। এদের লজ্জিত হওয়া  উচিত নয় কি ?"

বিজেপি নেত্রী  আরও বলেন, "কি করে সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব তাদের নিচুতলার কর্মীদের কাছে গিয়ে মুখ দেখাবে ? যেখানে মাত্র কিছুদিন আগেই রাজ্যে পঞ্চায়েত ভোট মিটেছে, কংগ্রেস এবং সিপিএম কর্মীরা একের পর এক নিগৃহীত হয়েছে তৃণমূল কর্মীদের হাতে ?" প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে মহাজোট তৈরি করছে দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। আজ ব্যাঙ্গালুরু শহরে এই মহাজোটের দ্বিতীয় বৈঠক হতে চলেছে। এই বৈঠক উপলক্ষে কংগ্রেসের তরফ থেকে একটি ডিনারের আয়োজন করা হইয়েছে। যদিও সেই ডিনারে অংশ নিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages