আজ খবর (বাংলা), কুলু, হিমাচল প্রদেশ, ১৭/০৭/২০২৩ : হিমাচল প্রদেশে আজ মেঘ বিস্ফোরণে অন্তত এক জনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল চারটে নাগাদ।
বেশ কিছুদিন ধরেই হিমাচল প্রদেশে আবহাওয়ার অবনতি ঘটছিল। নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছিল। পাহাড়ি নদীগুলি ফুঁসতে ফুঁসতে উপচে যাচ্ছিল। মানালিতে বিয়াস নদী বন্যা পরিস্থিতি তৈরি করেছে। এর মধ্যেই আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখে পরিস্থিতি আরও খারাপ হবে। বিভিন্ন জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল। বলা হয়েছিল, হিমাচলের বিভিন্ন জায়গায় মধ্যম থেকে খুব বেশি রকম মনের ঝুঁকি থাকতে পারে। তাই খুব প্রয়োজন ছাড়া যেন সাধারন মানুষ বাইরে বের না হন।
আবহাওয়া দপ্তর জানিয়েছিল পরিস্থিতি বেশি খারাপ হবে চাম্বা, কাংড়া, সিরমৌর, সিমলা ও কুলু জেলায়। এদিন বিকেল চারটে নাগাদ কুলু জেলার রায়সান তহশিলের কাইয়াস গ্রামে হঠাৎ করেই মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুলু জেলার চানসারী গ্রামের বাদল শর্মার, তিনি একটি গাড়ির মধ্যে ছিলেন, তিনি জলের তোড়ে ভেসে যান। এছাড়াও ঐ ঘটনায় আহত হয়েছেন বাডোগি গ্রামের খেম চাঁদ, চানসারী গ্রামের সুরেশ শর্মা এবং কপিল। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।