আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১০/০৭/২০২৩ : আমেরিকান ডলারের ওপর নির্ভরতা কমিয়ে ভারতের সাথে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় রুপি বা টাকায় লেনদেন করবে বাংলাদেশ। আগামীকাল থেকেই দুই দেশের মধ্যে এই নতুন ব্যবস্থা চালু হয়ে যেতে পারে।
এতদিন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের যে আমদানি ও রপ্তানি হয়ে থাকত, তার ৯৫% লেনদেন হত আমেরিকান ডলারে। এবার দ্বিপাক্ষিক আলোচনাৰ পর ঠিক হয়েছে ডলারের পরিবর্তে ভারতীয় রুপীতেই যাবতীয় বৈদেশিক বাণিজ্যের লেনদেন করা হবে এবং তা চালু হয়ে যাবে মঙ্গলবার থেকেই।
এই ব্যাপারে বাংলাদেশের লা মেরিডিয়ান হোটেলে একটি বৈঠকে মিলিত হতে চলেছে বাংলাদেশ ব্যাংক এবং ইন্ডিয়ান হাই কমিশন। সম্ভবত আগামীকাল তারা এই মর্মে একটি সরকারি ঘোষণাও করতে চলেছে। লেনদেনের ক্ষেত্রে তিনটি ব্যাঙ্ককে অনুমতি দেওয়া হচ্ছে। সেগুলি হল সোনালী ব্যাঙ্ক , ইস্টার্ন ব্যাঙ্ক ও স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই). লেনদেনের ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে সুযোগ সুবিধাও বাড়বে বলে মনে করা হচ্ছে। লেটার অফ ক্রেডিট-এর ওপর ভরসা বাড়বে। কমবে জটিলতা। সর্বোপরি দুই দেশের মধ্যে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বেড়ে যাবে অনেকটাই বলে মনে করছেন অর্থনীতিবিদরা।