আজ খবর (বাংলা), হাসিমারা, জলপাইগুড়ি, ১৪/০৭/২০২৩ : তীব্র বেগে বয়ে চলেছে উত্তর বঙ্গের ফুঁসে ওঠা নদীগুলি, আর সেই নদীগুলির খরস্রোত থেকে অন্তত ৭২ জন গ্রামবাসীর প্রাণ রক্ষা করলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। এই ৭২ জনের মধ্যে রয়েছে ২৪টি শিশুও।
গত কয়েকেদিন ধরেই উত্তরবঙ্গ জুড়ে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। উত্তরবঙ্গের পাহাড়েও বৃষ্টির পরিমাণ বেড়েছে অনেকটাই। এর মধ্যে নেপাল, দার্জিলিং, কালিম্পঙের পাহাড়গুলিতে বৃষ্টিপাত চলছে প্রতিদিন, তবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভুটানের পাহাড়গুলিতে। যার ফলে ডুয়ার্সের নদীগুলিতে জল বইছে বিপদসীমার কাছে। উত্তরবঙ্গে বালাসন, মহানন্দা, রায়ঢাক, তিস্তা, জলঢাকা, তোর্সা নদীগুলি যেন ফুঁসছে। মাল, লিস, ঘিস, ডায়না, মূর্তি নদীগুলির অবস্থাও একই রকম তবে আশঙ্কাজনকভাবে জল বেড়ে গিয়েছে কালজানি ও তোর্সা নদীতে।
উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হয়েই চলেছে, তাতে বন্যা পরিস্থিতি তৈরি হতে আর বেশি দেরি নেই। এর মধ্যেই জলপাইগুড়ির হাসিমারার কাছে মেচপাড়া গ্রামে অবস্থা হয়েছে আরও ভয়ঙ্কর। জল ঢুকে গিয়েছে চা বাগানগুলিতেও। এখানে বন্যায় আটকে পড়েন গ্রামবাসীরা। স্থানীয় প্রশাসন খবর দেয় সেনাবাহিনীকে। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছে যায় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের কৃপাণ বিভাগ। সেনা জওয়ানরা দ্রুত পার হয়ে যান দুরন্ত বেগে বইতে থাকা কালজানি নদী। তারপর রোপ ফিক্সিং করেন। আর তারপরেই একে একে ৭২ জন গ্রামবাসীকে উদ্ধার করে নিরাপদ দূরত্বে নিয়ে আসেন। ঐ ৭২ জন গ্রামবাসীর মধ্যে ২৪টি শিশুও ছিল বলে জানা গিয়েছে। সকলেই সুস্থ রয়েছেন এবং সেনা জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন ।