রেলের বেআইনি হকার উচ্ছেদে বাধা তৃণমূলের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রেলের বেআইনি হকার উচ্ছেদে বাধা তৃণমূলের

Share This
রেলের বেআইনি হকার উচ্ছেদে বাধা তৃণমূলের


আজ খবর (বাংলা), জগদ্দল, উত্তর ২৪ পরগণা , ১৩/০৭/২০২৩ : যাত্রীদের সুবিধা ও রেলের সুরক্ষায় নিশ্চিত করতে বেআইনি হকারদের স্টেশন চত্বর থেকে সরে যেতে বারংবার নোটিশ দিয়ে একাধিকবার অভিযান চালিয়েছে রেল প্রশাসন। বেআইনি হকারদের স্টেশন চত্বর থেকে সরে যেতে  বুধবার সকালে শিয়ালদহ রানাঘাট মেইন লাইন শাখার জগদ্দল স্টেশনে অভিযান চালালো রেল কর্তৃপক্ষ। জবরদখলকারী সরে যেতে আগেই নোটিশ দিয়েছিল রেল কর্তৃপক্ষ। 

এদিন অভিযানে উপস্থিত ছিলেন রেলের ইনঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী তথা আরপিএফের কর্তারা। তারা জগদ্দল স্টেশনে গেলে দলবল নিয়ে সেখানে উপস্থিত হন তৃণমূলের হকার্স ইউনিয়ানের নেতা অরুন সাউ। হকারদের পূর্নবাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না দাবি জানিয়ে উচ্ছেদে বাধা দেয়। এরপর রেলের আধিকারিকদের সঙ্গে তাঁরা কথা বলেন। রেখা দাস নামে এক মহিলা হকার বলেন, "৪০ বছর ধরে আমি এখানে দোকানদারি করে সংসার চালাই। রেল উচ্ছেদ করে দিলে আমরা কোথায় যাবো?"  


এ বিষয়ে তৃণমূলের হকার নেতা অরুন সাউ বলেন, "রেল প্রশাসন হকারদের কোনো স্থায়ী বন্দোবস্ত না করেই বারবার উচ্ছেদের নোটিশ দিচ্ছে। যে কারনে আমরা বাধা দিয়েছি। আমরা হকার ভাইদের পাশে আছি" বলে দাবি করেন হকার্স ইউনিয়নের নেতা। হকারদের পূর্নবাসন ছাড়া কোনো ভাবেই হকার উচ্ছেদ করতে দওয়া হবে না বলে সাফ জানালেন অরুন সাউ।

রিপোর্ট : দেবকল্প রায় 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages