আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১১/০৭/২০২৩ : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়কে 'গণতন্ত্রের সুপরিকল্পিত হত্যা' হিসেবে ব্যাখ্যা করা হল বিজেপির তরফ থেকে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের গাননি দেখা যায় বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই গ্রাম বাংলায় সবুজ আবির নিয়ে জয়োল্লাসে মেতে উঠেছেন তৃণমূলের কর্মী ও সমর্থকেরা। তৃণমূলের এই বিপুল জয়কে কটাক্ষ করেছে বিজেপি। এদিন বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্র তৃণমূল কংগ্রেসের এই জয়কে 'সহিংসতা' বলে অভিহিত করেছেন।
সম্বিৎ পি;আতর এদিন বলেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের কারনে অন্তত ৪৫ জন মানুষের মৃতযু হয়েছে। একে প্রাতিষ্ঠানিক হত্যা বলে. পশ্চিমবঙ্গে নির্বাচনএবং হিংসা সমার্থক হয়ে উঠেছে। পঞ্চায়েত নির্বাচনে কারচুপির জন্যে গুলি, বোমাবাজি, খুন পর্যন্ত হয়েছে। ব্যালট পেপার লুঠ হয়েছে। ঐ রাজ্যে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছ্যে। নির্মম (মমতা) বন্দ্যোপাধ্যায় যিনি মা মাটি মানুষের কথা বলতেন তিনি নীরব হয়ে রয়েছেন।"
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এক হাত নিয়ে সম্বিৎ বলেন, "আজ রাহুলজী কোথায় ? আপনার মহব্বত কি দুকান-এর কোনো উল্লেখ নেই ? আপনি তো সারা ভারতে প্রেমের দোকান খুলতে চান ! আজ আপনি পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে কোনো কথা বলছেন না, কারন ওখানে আপনার আকাঙ্খার মেগা মল খোলা রয়েছে।"