আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৭/২০২৩ : আজ রাজ্যে ৬৯৬ বুথে ফের নির্বাচন হচ্ছে, আর আজ রাজ্যের বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে নানারকম অব্যবস্থার অভিযোগও।
আজ রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৬৯৬টি বুথে ফের নির্বাচনের কথা ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেইমত আজ সকাল ৭টা থেকেই বুথগুলিতে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। তবে কিছু বুথে অব্যবস্থার ছবি ধরা পড়েছে। কিছু বুথে পোলিং এজেন্ট এসে পৌঁছান নি। পুলিশকে মাইকিং করে পোলিং এজেন্টদের ডাকতে হয়। আবার কিছু বুথে দেখা যায় ভোট কর্মীরাই এসে পৌঁছান নি, ফলে ভোট শুরু হতে দেরি হয়ে যায়। যে সব বুথে আজ ফের ভোট নেওয়া হচ্ছে, সেই বুথগুলির বাইরে ভোটারদের দীর্ঘ লাইন পড়তে দেখা গিয়েছে।
প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। যথেষ্ট সক্রিয় রয়েছে রাজ্য পুলিশও। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.৯১% বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বীরভূমে ১৪টি বুথে আজ পুনর্নির্বাচন চলছে। কিন্তু তাতে খুশি নয় বিজেপি শিবির। আরও বেশি বুথে ভোট করানোর দাবীতে তারা আজ সিউড়িতে জেলাশাসকের অফিসের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। নদীয়ার নবদ্বীপে গতকাল তৃণমূলের সাথে সিপিএম-এর সংঘর্ষে সিপিএম প্রার্থীর শ্বশুর গুরুতরভাবে আহত হয়েছিলেন, গতকাল রাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার মুর্শিদাবাদে ভোট হিংসায় মৃত্যু হয়েছে আরও এক জনের। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বলি হল ৪৫ প্রাণের। অশান্তি চলছে এখনও যেমন দিনহাটা আজও উত্তপ্ত। দফায় দফায় বোমা পড়েছে সেখানে। নির্বাচনের পর রাজ্যে কি পরিস্থিতি থাকে, সেদিকেই নজর থাকবে আমাদের।
এদিকে ভোটের প্রিয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস দিল্লীতে চলে গিয়েছেন। ভোটের আগে তিনি রাজ্যের যেখানে যেখানে অশান্তি হয়েছে সেই সব জায়গাগুলিতে পরিদর্শন করতে গিয়েছিলেন। আজ সন্ধ্যায় দিল্লীতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করতে পারেন। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে ।