হুল দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


হুল দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Share This

হুল দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 01/07/2023 : প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী 'হুল দিবস' উপলক্ষে আদিবাসী সমাজের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “ ‘হুল দিবসে’ আমাদের আদিবাসী সমাজে বীর-বীরাঙ্গনাদের শত শত প্রণাম। এই বিশেষ দিনে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সিধো-কানহো, চাঁদ-ভৈরব এবং ফুলো-ঝানো সহ আরো অনেকের বীরত্ব ও সাহসিকতার কথা স্মরণ করিয়ে দেয়। তাদের সংগ্রামের কাহিনী দেশবাসীকে সবসময় অনুপ্রাণিত করবে।“

পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে হুল উৎসব। এই রাজ্যের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও উত্তর বঙ্গের বিভিন্ন জাযাগায সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হচ্ছে হুল উৎসব।

প্রসঙ্গত উল্লেখ্য, 1855 সালে 30শে জুন তারিখে সিধু ও কানহোর নেতৃত্বে সাওঁতাল বিদ্রোহ বা হুল সংগঠিত হয়েছিল। এই বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল বিহারের ভাগলপূরে এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। বৃটিশদের বিরুদ্ধে এটিই ছিল প্রথম সশস্ত্র বিদ্রোহ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages