আজ খবর (বাংলা), পুণে, মহারাষ্ট্র, 01/07/2023 : চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারালেন অন্তত 25 জন যাত্রী। আহত হয়েছেন বাকিরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার মাঝরাতে দু'টোর সময় মহারাষ্ট্রের বুলধনার কাছে একটি হাইওয়েতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি ইয়াভাতমাল থেকে পুনায় আসছিল বলে জানা গিয়েছে।
শনিবার রাত্রি দুটো নাগাদ সমৃদ্ধি মহামার্গ হাইওয়ে ধরে আসার সময় বাসটিতে চলন্ত অবস্থায় আগুন লেগে যায়। অভিশপ্ত বাসটিতে মোট 32 জন যাত্রী ছিলেন। যার মধ্যে 25 জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। আহত হয়েছেন আট জং, এছাড়াও একটি শিশুও আহত হয়েছে।
কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল এবং এত মানুষের মর্মান্তিক মৃত্যু হল তা এখনও জানা যায় নি। ঘটনাস্থলে যাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবীশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।