'র'-এ এলেন নতুন অধিকর্তা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


'র'-এ এলেন নতুন অধিকর্তা

Share This
'র'-এ এলেন নতুন অধিকর্তা


আজ খবর (বাংলা),  নতুন দিল্লী, ভারত, ১৯/০৬/২০২৩ :  দেশের রিসার্চ এনালিসিস উইং (RAW ) এর নতুন অধিকর্তা হিসেবে দায়িত্ব নিলেন সিনিয়ার আইপিএস অফিসার রবি সিনহা।

একটি সরকারী নির্দেশনামা থেকে জানা গিয়েছে 'র'-এর সহকারী অধিকর্তা সাওয়ান্ত কুমার গোয়েল ৩০শে জুন পর্যন্ত কাজ করবেন, এরপর তাঁর কাজের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তিনি গত দু' বছর সাফল্যের সাথে কাজ করে যাচ্ছিলেন। এবার তাঁর জায়গাটি ফাঁকা হয়ে যাচ্ছে। ঐ  দপ্তরে এবার অধিকর্তা বা চিফ হয়ে আসছেন আইপিএস রবি সিনহা।

১৯৮৮ ব্যাচের ক্যাডার (ছত্তিশগড়) রবি সিনহা বর্তমানে সাফল্যের সাথে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের স্পেশ্যাল সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন। এবার তিনি 'র' দপ্তরে কাজ শুরু করবেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages