'আদিপুরুষ নিষিদ্ধ কাঠমান্ডুতে' - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


'আদিপুরুষ নিষিদ্ধ কাঠমান্ডুতে'

Share This

 

'আদিপুরুষ নিষিদ্ধ কাঠমান্ডুতে'

আজ খবর (বাংলা), কাঠমান্ডু, নেপাল, ১৯/০৬/২২৩ : সদ্য মুক্তি পাওয়া বলিউডের নতুন ছবি 'আদিপুরুষ' প্রদর্শন নিষিদ্ধ হয়ে গেল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ-এর নির্দেশে কন্ঠমান্ডুতে ব্যান করে দেওয়া হল 'আদিপুরুষ' ছবিটিকে।

'আদিপুরুষ' ছবিটিতে একটি বিতর্কিত ডায়ালগ রয়েছে বলে মনে করছেন কাঠমান্ডুর মেয়র। সেখানে বলা হয়েছে সীতাদেবী ভারতের মেয়ে। এই ডায়ালগটিকে নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। সীতাদেবীর জন্মস্থান হিসেবে সম্ভবত নেপালকেই মনে করছেন নেপালের মেয়র বলেন্দ্র  শাহ. এই কারণেই গত শুক্রবার দিন মুক্তি  পাওয়া  'আদিপুরুষ' ছবির প্রদর্শন নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে বন্ধ করে দেওয়া হল এবং যে সব সিনেমা হলে ঐ ছবিটি প্রদর্শিত হচ্ছিল সেখানে পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে।  ঐ সিনেমা হলগুলিতে হলিউডের সিনেমা এবং নেপালি সিনেমা চালানো হচ্ছে।

কাঠমান্ডুর প্রশাসন থেকে বলা হয়েছে নেপালের কোথাও যেন এই ছবি প্রদর্শিত না হয়, যতক্ষন না সিনেমা কর্তৃপক্ষ এর সংশোধন করছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages