কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্টে শুভেন্দু - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্টে শুভেন্দু

Share This
কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্টে শুভেন্দু


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৯/০৬/২০২৩ : নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত বিষয়ে আদালত অবমাননা করেছে, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মতুয়া মন্দিরে অভিষেক ব্যানার্জির যাওয়া নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু ঠাকুর।

হাইকোর্ট রাজ্যের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল যাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়. কিন্তু শনিবার পর্যন্ত নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর কোনো 'রিকিউজিশন' জমাই করে নি।  অর্থাৎ হাইকোর্টের নির্দেশকে রাজ্য নির্বাচন কমিশন আমল দিতে চায় নি বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা কিনা আদালত অবমাননারই সামিল বলে তিনি অভিযোগ করেছেন এবং এই ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আবেদনও  করেছেন।  তাঁর আবেদন উচ্চ আদালত গ্রহণ করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী ডাকার কাজ রাজ্য সরকারের, তাদের নয়।  আগামীকাল এই মামলার শুনানী হবে।  


অন্যদিকে ঠাকুরনগরে  মতুয়া মহা সংঘের মন্দিরে প্রবেশ করতে এসে এবং পূজা দিতে এসে তৃণমূল কর্মীরা  গুন্ডাগিরি এবং হুমকি দিয়েছেন এই অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। ঐ দিন মন্দিরে পূজা দিতে এসেছিলেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক সহ  অন্যান্যরা। সেদিন তাঁদের আগমনকে ঘিরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছিল। যা কিনা মতুয়াদের একাংশ মেনে নিতে পারেন নি। এর পরেই আদালতের দ্বারস্থ হন শান্তনু ঠাকুর। তাঁর মামলাটি বিচারপতি মান্থার এজলাসে গৃহীত হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages