আজ খবর (বাংলা), মানিকচক, মালদহ, 09/06/20 : আগ্নেয়াস্ত্র সহ ভিন রাজ্যের এক বাসিন্দাকে গ্রেপ্তার করল পুলিশ।
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে। রাজ্যে লাগু হয়েছে নির্বাচন বিধিও। আর এর মধ্যেই আগ্নেয়াস্ত্র সহ এক যূবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম মেহেবুব আলম। সে ঝাড়খণ্ডের রাজমহল থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে।
কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ বাজির কারখানায় বোমা তৈরির হদিশ মিলেছে। বিস্ফোরণে প্রাণ গিয়েছে অনেকের। এছাড়াও তাজা বোমা উদ্ধারের ঘটনাও ঘটে চলেছে নিয়মিত। এর মধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র সহ ঝাড়খণ্ডের যূবককে ধরে ফেলল পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে তিনটি পাইপগান ও দুই রাউন্ড গুলি। গোটা বিষয়টি খতিয়ে দেখতে ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে মানিকচক থানার পুলিশ।
রিপোর্ট : পিনাকি রঞ্জন পাল