বোমা উদ্ধার মহিষাদল থেকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বোমা উদ্ধার মহিষাদল থেকে

Share This

বোমা উদ্ধার মহিষাদল থেকে


আজ খবর (বাংলা), মহিষাদল, পূর্ব মেদিনীপুর, 11/06/2023 :  রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। বিভিন্ন পার্টি মনোনয়ন পত্র জমা দিতে শুরু করেছে প্রার্থী হিসেবে। তার আগে আজ বোমা উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের মহিষাদল এলাকা থেকে। উদ্ধারের পর বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ফেলাও হয়েছে।

আর এক মাস সময়ও বাকি নেই রাজ্যে পঞ্চায়েত ভোট হতে। জুলাই মাসের আট তারিখে ভোট এবং এগারো তারিখে হবে গণনা। এই পঞ্চায়েত ভোটকে ঘিরে যথেষ্ট উত্তেজনা রয়েছে রাজ্যে। তার মধ্যেই মহিষাদল থেকে সিআইডির বম্ব স্কোয়াড উদ্ধার করল বেশ কিছু তাজা বোমা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনেই ঐ বোমাগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। মাটিতে গভীর গর্ত করে বোমাগুলিকে ফাটিয়ে দেওয়া হয়েছে। যাদের থেকে আজ বোমাগুলিকে উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যব্স্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভোটের আগে হিংসা রুখতে রাজ্য জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages