আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 08/06/2023 : পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন। জুলাই মাসের আট তারিখে রাজ্যের গ্রাম বাংলায় ভোট হতে চলেছে। এক দফাতেই ভোট গ্রহণ করা হবে গোটা রাজ্যে। জুলাই মাসের 10 বা 11 তারিখে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
রাজ্যে নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। বৃহস্পতিবার তিনি সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন জুলাই মাসের আট তারিখে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট হতে চলেছে। একই দিনে অর্থাৎ আট তারিখেই দার্জিলিং ও কালিম্পং জেলাতেও দ্বিস্তরীও পঞ্চায়েত ভোট সম্পন্ন করা হবে। নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ 15ই জুন, নাম প্রত্যাহারের শেষ তারিখ 20 জুন। আজ থেকেই রাজ্যে নির্বাচন বিধি কার্যকর হয়ে গেল।
পঞ্চায়েত ভোট কি রাজ্য পুলিশ দিয়েই করা হবে ? সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, "সেই ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয় নি। এই ব্যাপারে রাজ্য সরকারের সাথে কথা বলা হবে। তবে রাজ্য পুলিশের ওপর ভরসা রাখা উচিত।" পঞ্চায়েত ভোট কি আদৌ অবাধে, সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ হবে ? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রাজীব সিনহা বলেন, "আগে থেকে কোনো কিছুই বলা ঠিক নয়, তবে আমি সবরকম চেষ্টা করব, যাতে ভোট অবাধে এবং শান্তিপূর্ণভাবে হয়।"