রাজ্য জুড়ে সিবিআই এর পুর অভিযান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজ্য জুড়ে সিবিআই এর পুর অভিযান

Share This

রাজ্য জুড়ে সিবিআই এর পুর অভিযান


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 07/06/2023 : নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় পুরসভাগুলিতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই।

রাজ্যের পুরসভাগুলিতেও নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। আদালতে মামলাও হয়েছিল। সেই মামলায় আদালতের নির্দেশেই সিবিআই তদন্তে নেমে কাজ শুরু করেছে। আজ রাজ্যের পুরসভাগুলি সহ মোট 21 জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। অয়ন শীলের বাড়িতেও সিবিআই তল্লাশি চালিয়েছে, যদিও নিয়োগ দুর্নীতি কান্ডে আগেই গ্রেপ্তার করা হয়েছিল অয়নকে।

এদিন সিবিআই তল্লাশি চালিয়েছে পানিহাটি, টাকি, ব্যারাকপুর, দমদম, দক্ষিন দমদম, শান্তিপুর, কৃষ্ণনগর পুরসভাতেও। তল্লাশি চালানো হচ্ছে পুর ও নগর উন্নয়ন দপ্তরেও। সিবিআইএর এই পুর অভিযান নিয়ে পুর মন্ত্রীর বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায় নি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages