মনোনয়ন : চোপড়ায় গুলিবিদ্ধ ৩ জোট কর্মী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মনোনয়ন : চোপড়ায় গুলিবিদ্ধ ৩ জোট কর্মী

Share This
মনোনয়ন : চোপড়ায় গুলিবিদ্ধ ৩ জোট কর্মী


আজ খবর (বাংলা), চোপড়া, উত্তর দিনাজপুর, ১৫/০৬/২০২৩ :  পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার আজ শেষ দিন, আর এই শেষ দিনেই মনোনয়ন জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন কংগ্রেস ও বাম জোট কর্মীরা।

ঘটনাটি আজ ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। এখানে গত কয়েকদিনে বাম ও কংগ্রেসের প্রার্থীরা মনোনয়ন জমা করতেই পারেন নি বলে দাবী করা হয়েছে জোট শিবিরের পক্ষ থেকে। আজ শেষ দিনে বাম ও কংগ্রেস কর্মীরা চোপড়ার লালবাজারে জড়ো হয়েছিলেন এবং সেখান থেকে মিছিল করে বিডিও অফিসের দিকে আসছিলেন মনোনয়ন জমা দেওয়ার জন্যে। 

কংগ্রেস ও বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মিছিল করে তাঁরা যখন বিডিও অফিসের দিকে আসছিলেন, সেই সময় তাঁদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় এবং এলোপাহাড়ি গুলি করা হয়।  গুলিবিদ্ধ হন তিন জোট কর্মী, আহত হয়েছেন আরও কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধদের নিয়ে আসা হচ্ছে চোপড়া  মহকুমা হাসপাতালে। কংগ্রেস-বামজোটের অভিযোগের তীর তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীর দিকে। ঘটনাস্থলে পৌঁছাচ্ছে পুলিশ বাহিনী।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৮ তারিখে রাজ্যে পঞ্চায়েত ভোট গ্রহণ করা হবে. ২২ তারিখ গণনা। আজ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন. মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ২০ তারিখ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। সংঘর্ষ হয়েছে মুর্শিদাবাদে, দক্ষিণ ২৪ পরগণার  ভাঙ্গরে, ক্যানিং-এ, বীরভূমের আহমেদপুরে, বাঁকুড়ার ইন্দাসে, কোচবিহারের দিনহাটায় আর এবার উত্তর দিনাজপুরের চোপড়াতেও।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages