আজই ল্যান্ডফল করবে বিপর্যয়, প্রস্তুত বিএসএফও - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজই ল্যান্ডফল করবে বিপর্যয়, প্রস্তুত বিএসএফও

Share This
আজই  ল্যান্ডফল  করবে বিপর্যয়, প্রস্তুত বিএসএফও


আজ খবর (বাংলা), সৌরাষ্ট্র, গুজরাট, ১৫/০৬/২০২৩ :  সর্ব শক্তি নিয়ে গুজরাটের স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। আসন্ন এই বিপর্যয়ের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বিএসএফ।

ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্যে সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে বিএসএফ। গুজরাটের উপকূলভাগের গ্রামগুলিতে টহল দিচ্ছে তারা। বিএসএফের আইজি রবি গান্ধী বলেন, "ভারতের আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন করা রয়েছে বিএসএফকে। 'বিপর্যয়' গুজরাটের উপকূলভাগেই ঝাঁপিয়ে পড়তে চলেছে। আমরা সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা সাধারণ মানুষের পাশেই আছি। যার যেরকম দরকার বিএসএফ তাকে সাহায্য করছে। প্রাকৃতিক বিপর্যয়ের সব রকম মোকাবিলা করার জন্যে আমরা প্রস্তুত। জাখাউ বন্দরের কাছে অবস্থিত গুনাউ গ্রামের ৫০ জন গ্রামবাসীকে আমরা বিএসএফ শিবিরে সরিয়ে নিয়ে গিয়েছি। উপকূল অঞ্চলে আমাদের টহলদারি চলছে। আমরা অন্যান্য উদ্ধারকারী বাহিনী যেমন এনডিআরএফ এর সাথে যোগাযোগ রেখে চলছি।"

শক্তিশালী ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়িয়ে ক্রমেই উত্তর-পূর্ব দিকে এগিয়ে আসছে। আজই  তার ল্যাণ্ডফল করার কথা। প্রচন্ড গতিতে এই ঝড় আছড়ে পড়বে গুজরাট ও পাকিস্তানের উপকূলভাগে। এরপর সে প্রথমে কিছুটা শক্তি হারিয়ে রাজস্থানে প্রবেশ করলেও ফের সে শক্তি সঞ্চয় করবে বলে জানিয়েছে মেটেরোলজিক্যাল বিভাগ। 'বিপর্যয়' অতিক্রম করবে রাজস্থানের কচ্ছ অংশটুকু। এই কারণে রাজস্থানের বিভিন্ন জায়গায় লাল , কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গুজরাটের উপকূলভাগে বন্দরগুলিকে আপাতত বন্ধ রাখা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা রয়েছে। গুজরাটের উপকূলে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে একের সাথে আরেকটা পাশাপাশি বেঁধে রাখা হয়েছে সার দিয়ে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages