বাহানাগার সেই স্কুল ভবনটি ভেঙ্গে ফেলা হচ্ছে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাহানাগার সেই স্কুল ভবনটি ভেঙ্গে ফেলা হচ্ছে

Share This

বাহানাগার সেই স্কুল ভবনটি ভেঙ্গে ফেলা হচ্ছে


আজ খবর (বাংলা), বালাসোর, ওড়িশা, 11/06/2023 : ওড়িশার বালাসোরের বাহানাগায় সেই স্কুল বিল্ডিংটি ভেঙ্গে ফেলা হচ্ছে। বাহানাগায় যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে তা এই স্কুলের কাছেই হয়েছিল এবং সেই ঘটনায় রক্তাক্ত মৃতদেহগুলি সার দিয়ে এই স্কুলেই রেখে দেওয়া হয়েছিল। স্কুলের পড়ুয়ারা ঐ স্কুলে যেতে ভয় পাচ্ছে। 

তারা আর ঐ স্কুলে যেতে ইচ্ছুক নয়। তাদের বাবা মাযেরাঅ আর তাদের বাচ্ছাদের ঐ স্কুলে পাঠাতে চাইছে না। এই রকম একটা পরিস্থিতিতে স্কুল বিল্ডিংটিকেই ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক স্তরে। 

বালাসোরের কাছে বাহানাগায় যেখানে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, সেই জায়গাটি থেকে বাহানাগা হাই স্কুলের দুরত্ব মাত্র 100 মিটার। ভয়াবহ ঐ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 288 জন। বাহানাগার ঐ স্কুলে মৃতদেহগুলি সার দিয়ে রাখা হয়েছিল। রক্তে ভেসে যাওয়া সেই মৃতদেহগুলির অনেকেরই মাথা ছিল না। ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল দেহের অঙ্গ প্রত্যঙ্গ। সে এক বিভৎস দৃশ্য, যা ঐ অঞ্চলের প্রত্যেকেই প্রত্যক্ষ করেছে। সাক্ষী থেকেছে ছোটরাও। তারা ঐসব দৃশ্য আর কিছুতেই ভুলতে পারছে না। এমতাবস্থায় তারা আর ঐ স্কুল ভবনে ফিরে যেতে চাইছে না। তারা ভয় পাচ্ছে। প্রায় সাড়ে সাতশ পড়ুয়া রয়েছে ঐ স্কুলে। অত:পর প্রশাসন 65 বছরের ঐ স্কুল বিল্ডিংটি ভেঙ্গে নতুন ভবন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার থেকে স্কুল ভবন ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়েছে, দ্রুত সেখানে নতুন স্কুল ভবন গড়ে তোলা হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages