আজ খবর (বাংলা), গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, ১৭/০৬/২০২৩ : ভোটের আগেই জয় পেল এবার বিজেপি। প্রতিদ্বন্দী হিসেবে তৃণমূল কংগ্রেস এবং বামেরা প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল পদ্ম শিবির।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ফুলবাড়ী এলাকায় ৪১ নম্বর বুথে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল ভারতীয় জনতা পার্টি। স্বভাবতই খুশী পদ্ম শিবির। এই বটে জয়লাভ করেছেন বিজেপির প্রার্থী অপর্না বর্মন। রাজ্যের বিভিন্ন জেলায় যখন ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একের পর এক জায়গায় জয়লাভ করে চলেছে ত্রিবিনামূল কংগ্রেস, সেখানে গঙ্গারামপুরে একেবারেই উলট পুরাণ। আর তাই ভোটের আগেই জয়লাভ করে আনন্দে মেতেছেন গেরুয়া শিবিরের কর্মীরা।
গঙ্গারামপুরের ফুলবাড়ী এলাকার ৪১ নম্বর বুথে এবার প্রার্থীই দেয় নি কংগ্রেস-বাম জোট. তৃণমূল কংগ্রেসে তরফ থেকে বলা হয়েছে তাদের প্রার্থী ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু ভুলচুক করে ফেলায় তাদের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। বিষয়টি উপস্থিত অফিসারের দেখা উচিত ছিল. এই কারণেই ঐ বুথ বিরোধী শূন্য হয়ে গিয়েছে।
'আজ খবর'-এ বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন ৮৪২০৮০৭০২০ নম্বরে