কৃষিবর্জ্য থেকে শীতের পোশাক, খড়্গপুর আইআইটির জয়জয়কার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কৃষিবর্জ্য থেকে শীতের পোশাক, খড়্গপুর আইআইটির জয়জয়কার

Share This


কৃষিবর্জ্য থেকে শীতের পোশাক, খড়্গপুর আইআইটির জয়জয়কার

আজ খবর (বাংলা), খড়্গপুর, পশ্চিমবঙ্গ, ১৫/০৬/২০২৩ : মানুষের চিন্তাভাবনার সঙ্গে যদি সৃজনশীলতা যুক্ত হয় তাহলে অসাধ্যসাধন ঘটা অসম্ভব কিছু নয়। কারণ, মানুষের চিন্তাভাবনা এবং সৃজনশক্তি হল দুটি গুরুত্বপূর্ণ মানবসম্পদ। একথা প্রমাণ করে দেখিয়েছেন ইঞ্জিনিয়ারিং শাখার চতুর্থ বর্ষে পাঠরত চারজন ছাত্রছাত্রী। এঁরা হলেন, আইআইটি খড়্গপুরের আয়ুষ্মান আগরওয়াল, দৈবিক আগরওয়াল, পূর্বা আগরওয়াল এবং তানিষ্ক মিত্তল। কৃষি বর্জ্য থেকে অভিনব পদ্ধতিতে তাঁরা তৈরি করেছেন শীতের জ্যাকেট। সুতি, পলিয়েস্টার বা অন্যান্য কোনও সামগ্রী ব্যবহার করা হয়নি এই জ্যাকেট তৈরির কাজে। ব্যবহার করা হয়েছে শুধু ধানের খড়। চারজন ছাত্রছাত্রীর এই টিমটির নাম হল ‘টিম স্ট্রদেশী’। শুধু তাই নয়, এই উদ্ভাবন প্রচেষ্টার মাধ্যমে তাঁরা জিতে নিয়েছেন ‘হাল্ট প্রাইজ, ২০২৩’। প্রতিযোগিতায় সামিল হয়েছিল মোট ৪০টি টিম।

মুম্বাইয়ে ফ্যাশন তথা পোশাক শিল্পে উদ্ভাবন প্রচেষ্টার স্বীকৃতিতে ‘হাল্ট প্রাইজ, ২০২৩’-এর জন্য প্রতিযোগিতায় যোগদানের আহ্বান জানানো হয়েছিল। আগামী ২০৩০ সাল পর্যন্ত রাষ্ট্রসঙ্ঘের সামাজিক উন্নয়ন প্রচেষ্টার লক্ষ্যমাত্রা পূরণে মানুষের জীবনে ইতিবাচক কোনও প্রভাব ফেলতে পারে এই ধরনের উদ্ভাবন প্রচেষ্টার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানানো হয় এই প্রতিযোগিতায় সামিল হতে। ‘হাল্ট প্রাইজ’ হল এমনই একটি প্রতিযোগিতার মঞ্চ যা চলে প্রায় সারা বছর ধরেই। খাদ্য নিরাপত্তা, জলের যোগান, শক্তি বা জ্বালানি এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন প্রচেষ্টাকে উৎসাহ দেওয়া হয় এই পুরস্কার প্রকল্পের আওতায়।

মুম্বাইয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ‘টিম স্ট্রদেশী’কে জয়ী বলে ঘোষণা করা হয়। আইআইটি, আইআইএম এবং অন্যান্য কলেজ থেকে ৭০টি টিম অংশগ্রহণ করে মুম্বাই সামিটে। টিমগুলির অধিকাংশই ছিল দক্ষিণ এশিয়ার।

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের টিমগুলি এই নিয়ে পরপর তিনবার পুরস্কার বিজয়ীর সম্মান অর্জন করল। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages