আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 05/06/2023 : সোমবার সকাল বেলায় বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ভূকম্পন অনুভূত হল।
এদিন সকাল সাতটা চল্লিশ মিনিট নাগাদ বঙ্গোপসাগরের জলে কম্পন হয়েছে বলে জানিয়েছে ন্যাশানাল সেন্টার ফর সিস্মোলজি।
গভীর সমুদ্রে সকাল 7:40 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.9; কম্পনের কেন্দ্রস্থল ছিল ভুপৃস্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। কম্পনের জন্যে সুনামীর কোনো সর্তকতা জারি করা হয় নি।
Loading...