পর পর দুই দিন দুই ড্রোন উদ্ধার পঞ্জাব সীমান্তে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পর পর দুই দিন দুই ড্রোন উদ্ধার পঞ্জাব সীমান্তে

Share This

পর পর দুই দিন দুই ড্রোন উদ্ধার পঞ্জাব সীমান্তে


আজ খবর (বাংলা), চণ্ডীগড়, পাঞ্জাব, 12/06/2023 : সীমান্তে গোলাগুলি চালানো বন্ধ রয়েছে কিন্তু সীমান্তের ওপার থেকে ড্রোন পাঠানো অব্যাহত রেখেছে পাকিস্তান। কখনও সেই ড্রোনে করে এপারে পাঠানো হচ্ছে অস্ত্র, কখনও, ড্রাগস বা অন্যান্য নেশার দ্রব্য। কখনো টাকা আবার কখনো বা শুধুই নির্দেশ। আজ এবং গতকাল দুই দিনে দুই ড্রোন উদ্ধার করা হয়েছে সীমান্ত অঞ্চলে।

সোমবার সকাল 7 টা 20 মিনিট নাগাদ পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তের কাছে সাইদপুর কালান গ্রামে একটি ড্রোন উদ্ধার করেছে বিএসএফ। এটি একটি কোয়াড কপ্টার মডেলের ড্রোন বলে জানা গিয়েছে। ড্রোনটিকে ভাঙাচোরা অবস্থায় পাওয়া গিয়েছে।  ড্রোনটিকে নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।



গতকাল পাঞ্জাবের তরন তারন জেলার রাজোকে গ্রামের বাইরে থেকে আরও একটি ড্রোন উদ্ধার করেছিল বিএসএফ। গতকাল সন্ধ্যে 6 টা নাগাদ তল্লাশি চালিয়ে ঐ ড্রোনটিকে উদ্ধার করেছিল বিএসএফ। এটিও কোয়াড কপ্টার মডেলের ড্রোন বলে জানা গিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages