![]() |
হরি কৃষ্ণ দ্বিবেদী, মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০৬/২০২৬ : রাজ্যের গ্রীন বাজি প্রস্তুতকারকদের সাথে বৈঠকে বসতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের সব বাজি প্রস্তুতকারী সংস্থার মালিক বা প্রতিনিধিদের সাথে মঙ্গলবার বৈঠকে বসবেন তিনি।
পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল (১৬ই মে) এবং তাতে এগারো জনের প্রাণহানি ঘটেছিল, সেই ঘটনার পার এই প্রথমবার রাজ্য সরকার পরিবেশ বান্ধব বাজি প্রস্তুতকারীদের সাথে বৈঠকে বসতে চলেছে। ওই বৈঠকে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট বার্তা বাজি প্রস্তুতকারীদেরকে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। বাজি প্রস্তুতির ক্ষেত্রেও সরকার নতুন কিছু নীতি নিয়ে চলতে পারে।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে আর এক মাসও বাকি নেই। আগামী মাসের আট তারিখে হবে ভোট। ১১ তারিখে ফল প্রকাশ। যদিও আদালতের হস্তক্ষেপে এই দিনক্ষণ বদলও হতে পারে। ভোটের আগে বাজি তৈরির কারখানাগুলির দিকে নজর রাখতে চাইছে প্রশাসন। গত শনিবারই পূর্ব মেদিনীপুরের মহিষাদল এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করেছে সিআইডির বম্ব স্কোয়াড।