আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 08/06/2023 : রুজিরা নারুলা ব্যানার্জির পর এবার অভিষেক ব্যানার্জিকেই তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
গত সোমবার দুবাই যাওয়ার সময় বিমানবন্দরেই অভিষেক পত্নী রুজিরাকে আটকে আজ বৃহস্পতিবার হাজিরার নোটিশ ধরিযেছিল ইডি। সেইমত আজ সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন রুজিরা। সঙ্গে নিয়ে যান বেশ কিছু নথী এবং আইনজীবীকে। প্রায় ঘন্টা চারেক জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসেন তিনি।
মূলত বিদেশে তাঁর ব্যাঙ্ক একাউন্ট ও সেই একাউন্টে বিপুল অর্থ লেনদেনের ব্যাপারে জানতে চায় ইডি।
এদিকে রুজিরার পর এবার ইডি ডেকে পাঠিয়েছে অভিষেক ব্যানার্জিকে। আগামী 13ই জুন সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট কিছু তথ্য ও সাক্ষের ভিত্তিতেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। 13 তারিখে অভিষেককে তলব করা হয়েছে, আবার উল্লেখযোগ্যভাবে 14ই জুন ইডি হেফাজত শেষ হচ্ছে 'কালিঘাটের কাকু' নামে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্রের। সেক্ষেত্রে 13 তারিখে অভিষেক ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্রকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে।
তবে 13 তারিখে ইডির দপ্তরে অভিষেক যাবেন না বলে জানা গিয়েছে। তিনি বলেছেন, "নব জোয়ার কর্মসূচী ভেস্তে দিতেই আমাকে তলব করছে। এক মাস বাদেই পঞ্চায়েত ভোট। এই একমাস নষ্ট করার মত সময় নেই। ইডির ওপর আমার রাগ নেই। ওরা ওদের ডিউটি করছে।"