আজ খবর (বাংলা), সৌরাষ্ট্র, গুজরাট, ১৪/০৬/২০২৩ : বড়সড় বিপর্যয়ের আশঙ্কা নিয়ে আরব সাগরের ওপর দিয়ে গুজরাটের দিকে ধেয়ে আসছে সাইক্লোন 'বিপর্যয়'। গুজরাটের উপকূলবর্তী অঞ্চলগুলিতে রেড এলার্ট জারি করা হয়েছে, নেওয়া হয়েছে চূড়ান্ত সতর্কতা।
ঘূর্ণিঝড় বিপর্যয় আরব সাগর থেকে শক্তি সঞ্চয় করে আরও শক্তিশালী হয়ে ক্রমেই উত্তর পূর্বদিকে অগ্রসর হচ্ছে। মেটেরোলজিক্যাল বিভাগ জানাচ্ছে আগামী ১৫ তারিখে এই ঘূর্ণিঝড় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে গুজরাট এবং পাকিস্তানের উপকূলভাগে। ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে গুজরাটের মান্দভী এবং পাকিস্তানের করাচির ওপর। গুজরাটের জাখাউ বন্দরের ওপর দিয়ে যাবে ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দু বা 'আই'। এই কারণেই গুজরাটের উপকূলবর্তী অঞ্চলগুলিতে রেড এলার্ট জারি করা হয়েছে।
বিপর্যয় ঘূর্ণিঝড় যখন গুজরাটের উপকূলভাগ অতিক্রম করবে তখন তার গতিবেগ সর্বনিম্ন ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে গুজরাটের সৌরাষ্ট্র, দেবভূমি দ্বারকা, কচ্ছ এবং পাকিস্তানের করাচি অঞ্চলের। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান গুজরাটের জাখাউ বন্দর থেকে ২৮০ কিলোমিটার এবং দেবভূমি দ্বারকা থেকে ২৯০ কিলোমিটার দূরে। আগামী ১৫ তারিখে গুজরাটের স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'।
কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ত্রাণের জন্যে জরুরি সামগ্রী, ওষুধপত্র সব কিছুই প্রস্তুত রাখা হয়েছে। অন্তত ৪০০টি শেল্টার তৈরি রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলকেও।