বিজেপিকে হারাতে বিরোধী জোটের বৈঠক পাটনায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিজেপিকে হারাতে বিরোধী জোটের বৈঠক পাটনায়

Share This

বিজেপিকে হারাতে বিরোধী জোটের বৈঠক পাটনায়


আজ খবর (বাংলা), পাটনা, বিহার, 23/06/2023 : আগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করতে জোট বেঁধেছে বিরোধী ঐক্য। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এদিন বিহারের পাটনায় নিজেদের মধ্যে বৈঠক করেছে।

বিজেপি বিরোধী জোটের বৈঠকের পৌরহিত্য করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড) এর নেতা নীতিশ কুমার। বিরোধী ঐক্যের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুণ খাড়গে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, সাংসদ সঞ্জয় রাউত, এনসিপি প্রধান শারদ পাওয়ার, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি।

এদিনের বৈঠকে বিরোধী জোটের মধ্যে কে বা কারা আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হতে পারে সেই ব্যাপারে কোনো আলোচনা হয় নি বলে জানা গিয়েছে। বিরোধী জোটের পরবর্তী বৈঠক জুলাই মাসে হবে হিমাচল প্রদেশের সিমলা শহরে, পৌরহিত্য করবেন কংগ্রেসের মল্লিকার্জুণ খাড়গে। বিরোধী জোটের এই বৈঠককে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর ও স্মৃতি ইরানি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages