আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 21/06/2023 : পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বুধবার হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য নির্বাচন কমিশন।
রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার জন্যে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। রাজ্য নির্বাচন কমিশন রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর পক্ষপাতি ছিল। হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিলেও নির্বাচন কমিশন ও রাজ্য সরকার সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়েছিল। বুধবার সুপ্রীম কোর্ট হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখে। পঞ্চায়েত ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয়।
সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে নিলেও রাজ্য নির্বাচন কমিশন যৎ সামান্য কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা ঘোষনা করে। 22 জেলায় মাত্র 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট অপর্যাপ্ত বলে মনে করে রাজ্যজুড়ে বিতর্কের ঝড় ওঠে। এক একটি কম্পানীতে 100 জন করে জওয়ান থাকলেও কিছু রিজার্ভ রেখে দেওয়া হয়। একেকটা কোম্পানীতে 70-75 জন জওয়ান থাকেন।
গোটা রাজ্যে এত কম পরিমান কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিভাবে ভোট করানো হবে, তা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত এদিন হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে তীব্র ভর্ত্সনা করে নির্দেশ দেয় 2013 সালে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছিল তার চেয়েও বেশি সংখ্যক বাহিনী নিয়োগ করতে হবে। অর্থাৎ মাত্র 22 কোম্পানি নয়, 825 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। শুধু তাই নয়, 24 ঘণ্টার মধ্যেই এই সংখ্যক বাহিনীর জন্যে আবেদন করে ফেলতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।