আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 20/06/2023 : আইএফএ পেল নতুন একটি এম্বুলেন্স। স্বাভাবিকভাবেই বেশ খুশির বাতাবরন দেখতে পাওয়া গেল এই ক্রীড়া সংস্থায়।
কলকাতা ফুটবল লীগের সূচনা লগ্নে নতুন এম্বুলেন্স কিনল আইএফএ। রাজ্য ফুটবল সংস্থায় এই এম্বুলেন্স নবতম সংযোজন। শীতাতপ নিয়ন্ত্রিত এই এম্বুলেন্সটির ফিতে কেটে উদ্বোধন করলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সচিব অনির্বান দত্ত।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার ও সহ সচিব সুফল রঞ্জন গিরি। নতুন এম্বুলেন্সটি এসে যাওয়ার ফলে আসন্ন লিগে চোট আঘাত প্রাপ্ত খেলোয়াড়দের দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদান করা অনেকটাই সহজ হয়ে যাবে।
Loading...