আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 08/06/2023 : আজ অভিষেক পত্নী রুজিরা নারুলা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করার জন্যে তলব করেছে ইডি। আজ সকাল 11টার মধ্যেই তাঁকে হাজিরা দিতে হবে।
বিদেশের ব্যাঙ্কে রুজিরার একাউন্ট থাকা এবং তাতে বিপুল পরিমান লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। রাজ্যে যে নিয়োগ দুর্নীতি ছাড়াও গরু পাচার বা কয়লা পাচারের তদন্ত চলছে সেই বিষয়গুলির সাথে রুজিরার একাউন্টের কোনো যোগ আছে কিনা, এইসব তথ্যই খতিয়ে দেখতে চায় ইডি। এর আগে ধৃত অনুপ মাজিকে তিনি চেনেন কিনা তাও জানতে চায় ইডি।
কিছুদিন আগেই কালিঘাটের কাকু নামে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছিল। বেশ কিছু নথী উদ্ধার করা হয়েছিল। গ্রেপ্তার করা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে। বৃহস্পতিবার সুজয় কৃষ্ণ ভদ্রকে রুজিরার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জেরা করা হতে পারে রুজিরাকেও।
জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না সুজয়কৃষ্ণ ভদ্র তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ যদি রুজিরাও জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করেন, তাহলে তাঁকেও কি আজ গ্রেপ্তার করা হতে পারে ? এখন সেটাই দেখার। এদিকে হরিশ মুখার্জি স্ত্রীটে অভিষেকের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । রয়েছে প্রচুর মহিলা পুলিশও।