আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৭/০৬/২০২৩ : 'সেই সময় যদি নেতাজি সুভাষ চন্দ্র বসু উপস্থিত থাকতেন তাহলে আর দেশটা ভাগ হয়ে যেত না', বললেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
রাজধানী দিল্লীতে নেতাজি সুভাষ চন্দ্র বসু স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেন, "আমি ভাল বা মন্দ বলছি না, তবে ভারতের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে নেতাজির মত এমন খুব কম সমান্তরাল নেতা ছিলেন, যাঁদের স্রোতের বিরুদ্ধে যাত্রা করার সাহস ছিল। ব্রিটিশ সাম্রাজ্যের স্রোত কিন্তু খুব একটা সহজ স্রোত ছিল না।"
ডোভাল আরও বলেন, "পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলী জিন্না সেই সময় বলেছিলেন যে তিনি কেবল একজন নেতাকে মেনে নিতে পারেন এবং তিনি হলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। নেতাজির মাথায় শুধু একটাই বিষয় ছিল যে আমি দেশের স্বাধীনতার জন্যে লড়াই করব। আমি স্বাধীনতার জন্যে ভিক্ষা করব না। স্বাধীনতা আমার জন্মগত অধিকার। দেশভাগের সময় নেতাজি থাকলে দেশ ভাগই হত না। তাঁর নেতৃত্ব ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। নেতাজি বলতেন, সম্পূর্ণ স্বাধীনতা প্রাপ্তির চেয়ে কম কোনো কিছু আমি মেনে নেব না।"
'আজ খবর'-এ বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন - ৮৪২০৮০৭০২০ নম্বরে।