আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 07/06/2023 : কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ওড়িশার রেল দুর্ঘটনাকে ধামাচাপা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বুধবার মমতা বলেন, "আমাদের রাজ্যের যে সব যাত্রীরা আহত হয়েছিলেন তাঁদের চিকিৎসার ব্যব্স্থা রাজ্য সরকার করেছে। স্পেশ্যাল বাসে অনেককে ফিরিয়ে আনা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। শনাক্তকরনে ডিএনএ টেষ্টের ব্যব্স্থা করা হয়েছে।"
আজ বালাসোরের রেল দুর্ঘটনার তদন্ত করতে বালাসোরে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা।মমতা এদিন বলেন, "মর্মান্তিক এই রেল দুর্ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যেই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হচ্ছে। সিবিআই এই রাজ্যে পুরসভাতে গিয়ে তল্লাশি চালাচ্ছে। এবার কি শৌচাগারে গিয়েও ঢুকবে ? আমরা চাই ঠিকমত তদন্ত হোক, প্রকৃত সত্য বেরিয়ে আসুক। দোষীরা অবশ্যই শাস্তি পাক।"
মমতা এদিন আহতদের বাভ্তান্দের নিকট আত্মীয়দের কাউকে পুলিশ বা অন্য্ কোনো বিভাগে, আশা কর্মী হিসেবে বা আণয়ো কোনোভাবে জীবিকা চালানোর ব্যাপারে সুপারিশ করেন। পরামর্শ দেন যাতে রেল থেকে বীমার টাকা পেতেও অসুবিধা না হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, দুর্ঘটনার 5 দিন পর বুধবার হাওড়ার শালিমার স্টেশন থেকে 5 মিনিট বিলম্বে করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি চেন্নাইয়ের পথে রওনা দিয়েছে।