আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৪/০৬/২০২৩ : দমদম বিমানবন্দরের ভিতরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রাত্রি ৯টা বেজে ২০ মিনিট নাগাদ বিমান বন্দরে আগুন লাগার ঘটনা ঘটে।
বুধবার রাত্রে কলকাতার দমদম বিমানবন্দরের তিন নম্বর গেটের কাছে ডেসপ্যাচের পাশেই কনভেয়ার বেল্টের কাছে আগুন লেগে যায়। ঐ জায়গাটাতেই নিরাপত্তা চেকিং করা হয়। ফলে একটু ভীড় ছিল তিন এ নম্বর গেটের কাছে। রাত্রি 9টা 20 নাগাদ ঐ জায়গাটি দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। পরক্ষণেই আগুনের লেলিহান শিখাও দেখতে পাওয়া যায়।
দ্রুত আগুন বাড়তে থাকে। উপস্থিত সাধারন মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ততক্ষণে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। বিমানবা বন্দরে উপস্থিত নিরাপত্তা কর্মীরা দ্রুত সবাইকে বাইরে বের করে নিয়ে আসেন।
ঘটনাস্থলে দমকলের প্রথমে দুটি এবং পরে আরও দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে সেই ব্যব্স্থা গ্রহণ করে। কিভাবে বিমানবন্দরের মত হাই সিকিউরিটি জোনে আগুন লেগে গেল তা এখনও বলা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে গিয়ে থাকতে পারে। আপাতত দমদম বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।