মনোনয়নকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মনোনয়নকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি

Share This
মনোনয়নকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি


আজ খবর (বাংলা), ক্যানিং ও ভাঙ্গর, দক্ষিণ ২৪ পরগণা , ১৪/০৬/২০২৩ : পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন জমা দেওয়ার পঞ্চম দিনে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যানিং। গতকালের পর আজও  উত্তপ্ত হয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গর। মুহুর্মুহু পড়ছে বোমা, চলছে গুলিও। আক্রান্ত পুলিশ এবং সংবাদ মাধ্যমের কর্মীরা।

পঞ্চায়েত ভোটের জন্যে মনোনয়ন জমা দেওয়ার পঞ্চম দিনে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। মূলতঃ  তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যেই বিবাদ চরমে উঠেছে। তৃণমূলের মূল সংগঠন এবং স্থানীয় বিধায়কের নেতৃত্বে যুব সংগঠনের মধ্যে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিবাদ চরমে উঠেছে। এখানে বিডিও অফিসের কাছেই মুহুর্মুহু বোমা পড়তে শুরু করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী আসলেও পুলিশকেই শেষমেশ আক্রান্ত হতে হয়। পুলিশের গাড়িতেও আক্রমন চালানো হয়। ইঁট বৃষ্টি, বোমাবাজি, গুলি চালানো কিছুই বাকি থাকে না। ঘটনায় এক যুব তৃণমূল কর্মীর পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। 

ভাঙ্গর এলাকাতেও একই পরিস্থিতি। এখানে তৃণমূলের সাথে আইএসএফ-এর বিবাদ গতকাল থেকেই চরমে উঠেছিল। গতকাল নৌশাদ সিদ্দিকীর নেতৃত্বে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন আইএসএফ-এর প্রার্থী। সেই সময় থেকেই অশান্তি শুরু হয়ে যায়। এখানে ইঁট বৃষ্টি, বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটে। এখানে পুলিশের গাড়ি ভেঙে দেওয়া হয়।কয়েকজন পুলিশ কর্মী আহতও হয়েছেন। সংবাদমাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে RAF নামানো হয়. পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের সেল ফাটায়। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ঘটনার জেরে বাসন্তী হাইওয়ে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। 

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তির খবর আসছে। বাঁকুড়ার ইন্দাসে বিজেপি প্রার্থীরা যখন মিছিল করে মনোনয়ন জমা দিতে যান, তখন পুলিশ তাঁদের আটকায়। শুরু হয় বচসা। পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। ইন্দাসে মাথা ফাটল বিজেপি কর্মীর। এলাকায় পাল্টা হিসেবে তৃণমূল কর্মীরাও জামায়েত করতে শুরু করলে উত্তেজনা ছড়ায়। আজ উত্তরবঙ্গের দিনহাটাতেও গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে মনোনয়নকে কেন্দ্র করে। অশান্তির খবর এসেছে বীরভূমের আহমেদপুর থেকেও। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages