সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হল

Share This

সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হল


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১২/০৬/২০২৩ : সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হল২৮.০৫.২০২৩ তারিখে অনুষ্ঠিত সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা, ২০২৩ – এর ফলের ভিত্তিতে নিম্নলিখিত রোল নম্বরের প্রার্থীরা ২০২৩ – এর সিভিল সার্ভিসেস (মেইন) পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

এই সকল প্রার্থী পদ আংশিক। পরীক্ষার নিয়মানুযায়ী, এই সকল প্রার্থীদের সিভিল সার্ভিসেস (মেইন) পরীক্ষা ২০২৩ – এর জন্য ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম-১ (ডিএএফ-১) – এর মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে। ডিএএফ-১ পূরণ করার তারিখ ও গুরুত্বপূর্ণ সূচনা এবং তার জমা দেওয়ার দিনক্ষণ কমিশনের ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ে ঘোষণা করা হবে।
প্রার্থীদের জানানো হয়েছে যে, ‘মার্কস, কাট অফ মার্কস এবং সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা, ২০২৩ – এর উত্তর  https://upsc.gov.in এই ওয়েবসাইটে আপলোড করা হবে সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২৩ – এর সমগ্র প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অর্থাৎ চূড়ান্ত ফলাফল ঘোষণার পর।
ইউনিউয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন দিল্লির শাহজাহান রোডে ঢোলপুর হাউসে নিজস্ব কার্যালয়ে পরীক্ষা কেন্দ্র ভবনের কাছে ফেসিলিটেশন কাউন্টার খুলেছে। প্রার্থীরা ঐ কাউন্টার থেকে সপ্তাহের সকল কাজের দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ব্যক্তিগতভাবে অথবা 011-23385271, 011-23098543 বা 011-23381125 নম্বরে ফোন করে উপরিল্লিখিত পরীক্ষায় তাঁদের ফলাফল সম্পর্কে যে কোনও তথ্য বা ব্যাখ্যা জানতে পারবেন।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages