আজ খবর (বাংলা), মুম্বই , মহারাষ্ট্র, ১১ /০৬/২০২৩ : প্রয়াত হলেন হিন্দি সিনেমা ও সিরিয়াল জগতের প্রখ্যাত অভিনেতা মঙ্গল ধিলোঁ। বহু হিন্দি ও পাঞ্জাবি সিনেমা ও হিন্দি ধারাবাহিকে অভিনয় করে অসংখ্য মানুষের মন জয় করে ছিলেন তিনি।
মঙ্গল ধিলোঁ প্রথম প্রচারের আলোয় আসেন দুই ধারাবাহিকে দীর্ঘদিন ধরে অভিনয় করে। সেই ধারাবাহিকগুলো হল 'জুনুন' ও 'বুনিয়াদ'। একটা সময় ছিল, যখন দিনের পর দিন অসংখ্য গুণমুগ্ধ মঙ্গল ধিলোঁর অভিনয়ের প্রশংসা করে গিয়েছেন। এই দুই ধারাবাহিক ছাড়াও মঙ্গল সাফল্যের সাথে কাজ করেছেন 'কথা সাগর', 'কিসমত', 'ঘুটন', 'রিস্তা', 'পরম বীর চক্র' ইত্যাদি ধারাবাহিকগুলিতে। কাজ করেছেন আরও কিছু টিভি শো'তে। বলিউডের সিনেমাতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। জনপ্রিয়তা পেয়েছেন পাঞ্জাবি ছবিগুলিতেও। তিনি সাফল্যের সাথে অভিনয় করেছেন 'দয়াবান', 'জখমী আওরাত', 'বিশ্বাত্মা', 'পেয়ার কা দেবতা', 'অম্বা', 'তুফান সিং', 'দালাল' ছাড়াও অন্যান্য ছবিগুলিতে। তিনি ছিলেন বলিউডের জনপ্রিয় ভিলেন।
মঙ্গল ধিলোঁ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। লুধিয়ানার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার বেশ কিছুটা অবনতি হয়, আজ তিনি পরলোকে যাত্রা করলেন। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছাওয়া নেমে এসেছে।