আজ খবর (বাংলা), খড়গপুর, পশ্চিমবঙ্গ, 11/06/2023 : এবার ট্রেন বেলাইনের ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের খড়গপুর ইয়ার্ডে। গতকাল রাতে একটি লোকাল ট্রেনের চাকা বেলাইন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতের মেদিনীপুর লোকালের শেষ বগির চাকা লাইন ছেড়ে বেরিয়ে যায় এবং রেল লাইনের ধারের পাথরের ওপর ঘষটাতে থাকে।
রেল সূত্রে জানা গিয়েছে গতকাল মেদিনীপুর গামী একটি লোকাল ট্রেনের শেষ বগির চাকা বেলাইন হয়ে যায়। গাড়ির গতি অত্যন্ত কম থাকায় সেভাবে বড় কোনো দুর্ঘটনা ঘটে নি। দুর্ঘটনার পরেই সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। বেলাইন হয়ে যাওয়া ট্রেনটিকেও ফের লাইনে তোলা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল।
Loading...