আজ খবর (বাংলা), ইমফল, মনিপুর, ১৪/০৬/২০২৩ : ফের নতুন করে অশান্তি ছড়ালো মনিপুরে। হিংসাত্মক ঘটনায় মোট ৯ জন মারা গিয়েছে এবং ১০ জন আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে।
গত তিনদিন ধরেই পূর্ব ইমফলের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছিল। গতকাল রাতে বোমাবাজি ও গুলির শব্দ পাওয়া যায়। আজ সকাল থেকে সেই সংঘাত রীতিমত যুদ্ধের আকার নেয়। দেদার বোমাবাজি চলতে থাকে, গুলিও চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তারা সন্ত্রাসবাদীও হয়ে থাকতে পারে। ঐ ঘটনায় ১০ জন আহত হয়েছে। তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের ময়নাতদন্ত করা হচ্ছে। মৃতদের সকলেই পুরুষ।
বেশ কিছুদিন ধরেই মনিপুরে অশান্তির আগুন জ্বলছে। সংঘাত সংঘর্ষে পরিণত হয়েছে স্থানীয় দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে। অশান্তির আগুনকে নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ২৯শে মে চারদিনের সফরে মনিপুরে গিয়েছিলেন। সেখানে তিনি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর সাথে বৈঠক করেন। কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে, সিভিল সোসাইটির সাথে, মহিলাদের সাথে এবং আদিবাসী গোষ্ঠীগুলির সাথে। সমাধানের পথ খুঁজতে মনিপুরে তিনি একটি শান্তি কমিটি তৈরি করে দিয়ে আসেন। তিনি মনিপুর থেকে দিল্লী ফিরে যাওয়ার পরেই তাঁর আহবানে সাড়া দিয়ে বেশ কিছু সন্ত্রাসবাদী অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পন করেছিল।
মনিপুরের মৈতেই আদিবাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরেই দাবী করে আসছে তাদেরকে সিডিউল ট্রাইব হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যে। এই দাবীর প্রতিবাদ জানিয়ে চলেছে 'অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন' (ATSU)। মনিপুর হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে এই ব্যাপারে মনিপুর সরকার ঠিক কি পদক্ষেপ গ্রহণ করছে ? তবে সবার আগে মনিপুরে অশান্তির আগুন নিভিয়ে ফেলতে হবে, নাহলে এই অশান্তি বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে।