আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 02/06/2023 : নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ ও তাপস মন্ডলকে 16ই জুন পর্যন্ত জেলা হেফাজত দিয়েছে আলিপুর আদালত।
ধৃত কুন্তল ঘোষ, তাপস মন্ডল ও নীলাদ্রি ঘোষের তরফ থেকে আইনজীবী শুক্রবার সাংবাদিকদের জানান, ধৃতেরা বেশ হাল্কাভাবেই আদালতের কাছে 30 দিনের জন্যে সময় চেয়েছিলেন পরবর্তী শুনানির জন্য। কিন্তু আদালত এদিন 15 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী 16ই জুন পর্যন্ত ধৃতদের জেল হেফাজতেই থাকতে হবে, তারপরেই হবে পরবর্তী শুনানি।
এদিন সিবিআইকে সতর্কও করে দেন মহামান্য বিচারপতি। ধৃতদের আইনজীবী বলেন, "সিবিআই জেলে গিয়ে ধৃতদের জেরা করছে, আর পরের দিনেই সংবাদ পত্রে সেসব বিস্তারিতভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এরকমটা যাতে না হয় সেই ব্যাপারেই সিবিআইকে মৃদু তিরস্কার করে সতর্ক করে দিয়েছেন বিচারপতি।