আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 21/06/2023 : পঞ্চায়েত নির্বাচনে অশান্তি আটকাতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের স্পেশ্যালিষ্ট বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
আগামী মাসের আট তারিখে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। নির্বাচনে অশান্তি আটকাতে রাজ্যের স্পর্শকাতর ছয়টি পুলিশ জেলায় স্পেশ্যালিষ্ট বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। এই ছয় জেলাগুলি হল কোচবিহার, বীরভূম, পূর্ব মেদিনীপুর, বারুইপুর, মুর্শিদাবাদ ও ইসলামপুর। এই ছয় জেলার প্রত্যেক জেলায় এক কোম্পানি করে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।
পুলিশের বিশেষ বাহিনী ছাড়াও থাকছে কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছিল বিরোধীরা। হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার সুপ্রীম কোর্টে দরবার করেছিল কিন্তু সুপ্রীম কোর্ট হাইকোর্টের নির্দেশই বহাল রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নিদান দেয়। এরপর নির্বাচন কমিশন রাজ্যের 22টি জেলার জন্যে মাত্র 22 কোম্পানি আধা সামরিক বাহিনীর জন্যে আবেদন করে। পঞ্চায়েত নির্বাচনে এই আধা সামরিক বাহিনীর সথেই 6 পুলিশ জেলায় কাজ করবে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী।