আজ খবর (বাংলা), বালাসোর, ওড়িশা, 05/06/2023 : ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনার 50 ঘন্টা কাটতে না কাটতেই ঐ রেলপথে ট্রেন চালানো হল নতুন করে।
ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনা গোটা দেশেই শোকের আবহ তৈরি করে দিয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা। ওড়িশা সরকার তো ছিলই। কিন্তু ঘটনাস্থলে সবথেকে বেশি সময় ছিলেন দেশের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
দুর্ঘটনা ঘটার পর থেকে টানা সময় ধরে অকুস্থলেই থেকে গিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্ধারকাজে ক্রমাগত তদারকি করে গিয়েছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক নেতারা তাঁর পদত্যাগ দাবী করেছেন। কিন্তু কর্তব্যে অবিচল থেকে কাজ করে গিয়েছেন অশ্বিনী।
রেল দুর্ঘটনা ঘটার 50 ঘন্টা পার হতে দেখা গেল ঐ রেল লাইন ধরে ফের চলছে ট্রেন। এত বড় একটা ঘটনার পর সব নিহত মানুষের দেহ এবং আহতদের উদ্ধার করা, রেল লাইনের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা উল্টে যাওয়া বগিগুলোকে সরিয়ে ফেলা এবং লাইন ও সিগন্যালের মেরামতির কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে সম্পন্ন করাটাও ছিল রেলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। দুর্ঘটনা ঘটার 50 ঘণ্টার মধ্যে ঐ লাইন ধরে ফের ট্রেন চালু করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সফল হল ভারতীয় রেল।