দেশের সব প্রান্তে 4জি/5জি পৌঁছে দেবে বিএসএনএল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেশের সব প্রান্তে 4জি/5জি পৌঁছে দেবে বিএসএনএল

Share This

দেশের সব প্রান্তে 4জি/5জি পৌঁছে দেবে বিএসএনএল


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 08/06/2023 : এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ বিএসএনএল-এর জন্য ৮৯,০৪৭ কোটি টাকার তৃতীয় পুনরুজ্জীবন প্যাকেজে অনুমোদন দিয়েছে। প্যাকেজের আওতায় মূলধনী সংযোজন হিসেবে বিএসএনএল-কে ৪জি/৫জি স্পেকট্রামও বরাদ্দ করা হচ্ছে।

বিএসএনএল-এর অনুমোদিত মূলধন ১,৫০,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২,১০,০০০ কোটি টাকা করা হচ্ছে।

এই পুনরুজ্জীবন প্যাকেজের সুবাদে বিএসএনএল দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে সংযোগরক্ষার এক সুস্থিত পরিষেবা প্রদানকারী হিসেবে আত্মপ্রকাশ করবে।

এই স্পেকট্রাম বরাদ্দের সুবাদে –
ক) বিএসএনএল দেশজুড়ে ৪জি ও ৫জি পরিষেবা প্রদান করতে সক্ষম হবে
খ) বিভিন্ন সংযোগরক্ষাকারী প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ৪জি পরিষেবা পৌঁছে দেবে
গ) উচ্চ গতির ইন্টারনেটের জন্য ফিক্সড ওয়ারলেস অ্যাকসেস-এফডাব্লুএ পরিষেবা প্রদান করবে
ঘ) ক্যাপটিভ নন পাবলিক নেটওয়ার্ক-সিএনপিএন -এর জন্য পরিষেবা/স্পেকট্রাম প্রদান করবে

বিএসএনএল/এমটিএনএল –এর পুনরুজ্জীবন
•    ২০১৯ সালে সরকার বিএসএনএল/এমটিএনএল –এর জন্য প্রথম পুনরুজ্জীবন প্যাকেজের ঘোষণা করেছিল। ৬৯,০০০ কোটি টাকার এই প্যাকেজ সংস্থায় সুস্থিতি এনেছিল।
•    ২০২২ সালে সরকার বিএসএনএল/এমটিএনএল –এর জন্য ১.৬৪ লক্ষ কোটি টাকার দ্বিতীয় পুনরুজ্জীবন প্যাকেজ ঘোষণা করে।
•    এই দুটি প্যাকেজের জেরে বিএসএনএল ২০২১-২২ আর্থিক বছর থেকে কার্যকর মুনাফা অর্জন করতে শুরু করে। বিএসএনএল –এর মোট ঋণ ৩২,৯৪৪ কোটি থেকে নেমে আসে ২২,২৮৯ কোটি টাকায়।
•    হোম ফাইবার ক্ষেত্রে বিএসএনএল –এর ব্যাপক বিকাশ ঘটে। এই সংস্থা এখন প্রতি মাসে ১ লক্ষেরও বেশি নতুন সংযোগ দিচ্ছে। ২০২৩ সালের মে মাসে বিএসএনএল –এর হোম ফাইবার ক্ষেত্রের মোট গ্রাহক সংখ্যা হল ৩০.৮৮ লক্ষ। গত বছরে এই ক্ষেত্র থেকে সংস্থার আয় হয়েছে ২,০৭১ কোটি টাকা।

দেশীয় ৪জি/৫জি প্রযুক্তি
•    টেলিকম প্রযুক্তি এমন এক কৌশলগত প্রযুক্তি, যেখানে সারা বিশ্বে হাতে গোনা কয়েকজন মাত্র এন্ড-টু-এন্ড প্রযুক্তি প্রদানকারী রয়েছে।
•    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভরতার ভাবনায় উদ্ভুদ্ধ হয়ে ভারতের নিজস্ব ৪জি/৫জি প্রযুক্তি বিকশিত হয়েছে।
•    কয়েক মাসের মধ্যেই দেশজুড়ে বিএসএনএল নেটওয়ার্ক চালু হবে। এর ব্যাপক প্রস্তুতি চলছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages