শাহ ফিরতেই 140 অত্যাধুনিক অস্ত্র সহ আত্মসমর্পণের হিড়িক মণিপুরে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শাহ ফিরতেই 140 অত্যাধুনিক অস্ত্র সহ আত্মসমর্পণের হিড়িক মণিপুরে

Share This

শাহ ফিরতেই 140 অত্যাধুনিক অস্ত্র সহ আত্মসমর্পণের হিড়িক মণিপুরে


আজ খবর (বাংলা), ইমফল, মনিপুর, 02/06/2023 : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে তিন দিনের সফর শেষ করতেই 140 টি অত্যাধুনিক অস্ত্র সহ আত্ম সমর্পণ করল বেশ কিছু সন্ত্রাসবাদী।

মনিপুর পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, অমিত শাহ মনিপুর সফরে এসে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলেন। মণিপুরে সন্ত্রাসের পথে চলা মানুষদের অস্ত্র সহ আত্ম সমর্পণের ডাক দিয়েছিলেন তিনি। সেইমত স্বরাষ্ট্রমন্ত্রীর মনিপুর ত্যাগের পরেই এল বড় সাফল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে মণিপুরের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসবাদীরা এসে অস্ত্র জমা দিয়েছে সমাজের মুল স্রোতে মিশে যাওয়ার উদ্দেশ্যে।


শুক্রবার পর্যন্ত মোট 140টি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র জমা পড়েছে। সেগুলির মধ্যে রয়েছে এসএলআর 29, কার্বাইন, 303 রাইফেল, একে সিরিজের স্বয়ংক্রিয় বন্দুক, ইনসাস রাইফেল, ইনসাস লাইট মেশিনগান, 9 এমএম পিস্তল, পয়েন্ট 32 পিস্তল, এম16 রাইফেল, স্মোক গান, টিয়ার গ্যাস, লোকাল মেড পিস্তল, মডিফায়েড রাইফেল, জেভিপি, স্টেনগান ও হ্যান্ড গ্রেনেড লঞ্চার। এর পরেও আরও অনেকে আত্মসমর্পণ করতে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে। 

মণিপুরে পরিস্থিতি এখন বেশ স্বাভাবিক ও শান্ত। বিগত বেশ কয়েক বছরে মণিপুরে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে পথ অবরোধ, কারফিউ, সংঘর্ষের ঘটনা। পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে, যার ফলে মণিপুরের বিভিন্ন জায়গায় কারফিউ এর নিয়ম শিথিল করে দেওয়া হয়েছে এবং কয়েকটা শহরে কারফিউ তুলেও নেওয়া হয়েছে। পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে ভারত সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তি বার্তা নিয়ে মণিপুরে তিন দিনের সফর করতে গিয়েছিলেন। আর তারপরেই এল প্রশাসনিক সাফল্য।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages