মর্মান্তিক দুর্ঘটনায় করমন্ডল এক্সপ্রেস, মৃত অন্তত 100 - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মর্মান্তিক দুর্ঘটনায় করমন্ডল এক্সপ্রেস, মৃত অন্তত 100

Share This

মর্মান্তিক দুর্ঘটনায় করমন্ডল এক্সপ্রেস, মৃত অন্তত 100


আজ খবর (বাংলা), বালাসোর, ওড়িশা, 02/06/2023 : বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল করমন্ডল এক্সপ্রেস। বালাসোরের কাছে সন্ধ্যেবেলায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় করমন্ডল এক্সপ্রেস সজোরে গিয়ে ধাক্কা মারে উল্টোদিক থেকে ছুটে আসা এবং লাইনচ্যুত হওয়া বেঙালুরু হাওড়া আর একটি ট্রেনকে। করমন্ডল এক্সপ্রেস ট্রেনের 10 টি কামরা খেলনাগাড়ির মত দুমড়ে মুচড়ে গিয়েছে। মৃতের সংখ্যা অন্তত 100 বলে জানা গিয়েছে আহত হয়েছেন 132 জন। 

রেল সূত্রে জানা গিয়েছে এই দুর্ঘটনায় 132 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের সোরো, গোপালপুর ও ক্ষান্তপদার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা অনেক, যে সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে বালাসোর অঞ্চলের আশেপাশের সব হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে বালাসোরের কাছে বাহানাগা স্টেশনের কাছে। রেল সূত্রে জানা গিয়ে ট্রেনটি বেলাইন হয়ে পড়েছিল। ঘটনাস্থলে ইতিমধ্যেই উদ্ধারকারী দল কাজ করছে, দ্রুত উদ্ধারের কাজ চলছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘটনাস্থলে পাঠিয়েছেন মন্ত্রী প্রমীলা মল্লিক ও রিলিফ কমিশনারকে। দক্ষিন ভারতের বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে শোক বার্তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দ্রুত ঘটনাস্থলে ত্রাণ ও চিকিত্সকদের পাঠানোর ব্যব্স্থা করেছেন। উদ্ধারকাজে এনডিআরএফকেও নামানোর ব্যব্স্থা করা হয়েছে।

হেল্পলাইন নম্বর - 044 25330952 /3, 044 25354771 (চেন্নাই) 033 22143526 / 22535185 (কলকাতা)

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages