আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 19/05/2023 : রক্ষা কবচ মিলল না কোনোভাবেই, শেষপর্যন্ত আগামীকালই সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জিকে।
মামলা বা জিজ্ঞাসাবাদ থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু জিজ্ঞাসাবাদ এড়াতে তিনি পারেন নি। বিচারপতি অভিজিত গাঙ্গুলি নির্দেশ দিয়েছিলেন যাতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে কোনো অসুবিধা না থাকে। এরপর এই মামলায় হাকিম বদল হলেও হুকুম বদলে যায় নি।
মামলার দায়িত্বপ্রাপ্ত নতুন বিচারপতি অমৃতা সিনহা একই নির্দেশ বহাল রাখেন। বরং উচ্চতর আদালত ঘুরে ফের হাইকোর্টে যাওয়ায় যে সময় নষ্ট হয়, তার জন্যে অভিষেককে 25 লক্ষ টাকা জরিমানা করা হয়। একই পরিমান অর্থ জরিমানা করা হয়েছে বিচারাধীন কুন্তলকেও।
এরপর রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেন অভিষেক ব্যানার্জি। কিন্তু এই মামলা শুনতেই চান নি প্রধান বিচারপতি। এদিকে সামনের সপ্তাহের শুরুর দিকেই ছুটি পড়ে যাচ্ছে সুপ্রীম কোর্টে। তাই সেখানেও নতুন করে আবেদন করার উপায় নেই। এইরকম একটা পরিস্থিতিতে কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে আর কোনো বাধা রইল না। এর মধ্যেই আগামীকাল সকালে সিবিআই অফিসে অভিষেককে তলব করে নোটিশ পাঠানো হয়েছে। গতকালই অভিষেক সাংবাদিকদের জানিয়েছিলেন কোনো তদন্তকারী সংস্থা তাঁকে ডাকলে তিনি সহযোগীতা করবেন। সেইমত জেলার সবরকম কাজকর্ম ছেড়ে দিয়ে আজই কলকাতায় ফিরে আসছেন অভিষেক। আগামীকাল সকাল 11টা নাগাদ তাঁর সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা।