'দিদি'র সাথে কলকাতায় এসে বৈঠক করে গেলেন কেজরিওয়াল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


'দিদি'র সাথে কলকাতায় এসে বৈঠক করে গেলেন কেজরিওয়াল

Share This

'দিদি'র সাথে কলকাতায় এসে বৈঠক করে গেলেন কেজরিওয়াল


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/05/2023 : পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে নিয়ে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাক্ষাত করলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এবার বিজেপি নতুন একটি অর্ডিনান্স বিল আনতে চলেছে কেন্দ্রে। উচ্চ কক্ষে ঐ বিল হয়ত পাস হয়ে যাবে কিন্তু রাজ্য সভায় যাতে সেই বিল পাস না হয় সেই জন্যেই বিরোধী জোট বাঁধতে মরিয়া প্রয়াস চালাচ্ছে দেশের বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি। আজ সেই উদ্দেশ্য নিয়েই দিল্লী থেকে কলকাতায় ছুটে এসে মমতার সাথে সাক্ষাত করে গেলেন অরবিন্দ কেজরিওয়াল।

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের প্রাক্তন নম্বর টু এবং প্রাক্তন মহাসচিব পার্থ চ্যাটার্জি যেমন বর্তমানে জেলে রয়েছেন, তেমন আম আদমি পার্টির নম্বর টু মনীশ শিশদিয়াও এই মুহুর্তে দুর্নীতির দায়ে বিচারাধীন বন্দী হিসেবে জেলে রয়েছেন। আর সেই জন্যেই কেন্দ্রের এজেন্সি রাজের বিরুদ্ধে অরবিন্দ ও মমতা দুজনেই সোচ্চার হয়েছেন। আজকের বৈঠক ফের একবার অরবিন্দকে কাছে এনে দিল মমতার। অরবিন্দ মমতাকে দিদি বলে সম্বোধন করতেন। মমতা দিল্লী গেলে অরবিন্দ অবশ্যই দেখা করতেন, লাড্ডু নিয়ে আসতেন। কিন্তু ইদানিং দিল্লীতেও আর এই দুজনকে একসাথে দেখা যাচ্ছিল না। তবে কেন্দ্রের অর্ডিনান্স বিল ইস্যুতে ফের দুজনকে একসাথে দেখা গেল, তাই আবার কলকাতায়।

এদিকে সমান্তরালভাবে আরও একটা বিরোধী জোট গড়ে উঠতে চলেছে নীতিশ কুমারের নেতৃত্বে। তিনিও মমতার সাথে সাক্ষাত পর্ব সেরে রেখেছেন। ফারাক শুধু এটাই যে তিনি কংগ্রেসের সাথে যোগাযোগ রেখে চলছেন, মমতার মুখে কংগ্রেসের নাম গন্ধ নেই এখনও পর্যন্ত। 2024এ লোকসভা ভোটের আগেই কি তবে কেন্দ্র সরকার ফেলে দেওয়ার ছক কষছে বিরোধীরা ? সেটাই এখন দেখার। কেননা মমতা ব্যানার্জি আজ সে দিকেই ইঙ্গিত করেছেন সাংবাদিকদের সামনে। তিনি বলেছেন "আর তো ছয় মাস, দেখা যাক কি মিরাকল ঘটে যায় !"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages