দিল্লীর কুকুর হয়ে থাকব না : অভিষেক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দিল্লীর কুকুর হয়ে থাকব না : অভিষেক

Share This

দিল্লীর কুকুর হয়ে থাকব না : অভিষেক


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 20/05/2023 : প্রায় 9 ঘন্টা 40 মিনিট সিবিআই অফিসে কাটিয়ে বেরিয়ে এলেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি। বাইরে বেরিয়েই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

এতটা দীর্ঘ সময় ধরে সিবি আই জিজ্ঞাসাবাদ চালানোর পর কি পাওয়া গেল ? অভিষেক বলেন এই জিজ্ঞাসাবাদের নিট ফল হল শূন্য, অশ্বডিম্ব। সারাদিন ধরে তদন্তকারী আধিকারিকদের সময় নষ্ট হল, আমারও সময় নষ্ট হল। 

অভিষেক বলেন, "গতকাল আমি ছিলাম বাঁকুড়ায়। দুপুর আড়াইটে নাগাদ আমার কলকাতার বাড়িতে সিবিআই নোটিশ নিয়ে যায়। আমি নবজোয়ার কর্মসূচীতে ছিলাম , তা সত্বেও কর্মসূচী স্থগিত রেখেই আমি চলে এসেছি সিবিআই অফিসে। আমাকে 24 ঘন্টা সময়ও কি দেওয়া যেত না ?" 

কুন্তলের একটা চিঠি নিয়ে আমাকে এভাবে ডেকে আনা হল। আসলে নবজোয়ার কর্মসূচীর সাফল্য দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে আমাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এভাবে আমাকে আটকানো যাবে না। আমি রয়াল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে বাঁচব কিন্তু দিল্লীর কুকুর হয়ে থাকব না। আমি দোষী হয়ে থাকলে আমাকে ফাঁসি দিয়ে দিক, গ্রেপ্তার করার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি পারলে আমাকে গ্রেপ্তার করে দেখাক।"

নিজাম প্যালেস থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, কুন্তল আমার নাম নিয়েছে, তাই আমাকে ডাকা হল। তাহলে সারদা কর্তা সুদীপ্ত সেন যে অধীর চৌধুরী বা শুভেন্দু অধিকারীর নাম নিয়েছিলেন, তাদেরকেই বা কেন ডাকা হবে না ?" একই কথা আজ তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের মুখেও শোনা গিয়েছে। নিজাম প্যালেস থেকে বাইরে এসে অভিষেক দীর্ঘক্ষণ সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তারপর সেখান থেকে ফিরে যান।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages