আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 29/05/2023 : বঙ্গ রাজনীতিতে আক্সমিক পট পরিবর্তন। কংগ্রেস ছেড়ে আজ তৃনমুলে যুক্ত হলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস।
মাত্র তিন মাস আগে উপনির্বাচনে 22 হাজারেরও বেশি ভোটে জিতে সাগরদিঘির বিধায়ক হয়েছিলেন বায়রন বিশ্বাস। তিনি ছিলেন প্রদেশ কংগ্রেসের একমাত্র বিধায়ক। তাঁর দলত্যাগে বিধান সভায় বিধায়ক শূন্য হয়ে গেল বঙ্গ কংগ্রেস।
তৃণমূলের নব জোয়ার কর্মসুচীতে সাংসদ অভিষেক ব্যানার্জি এখন জেলা সফরে রয়েছেন। আজ তাঁর উপস্থিতিতেই বায়রন হাত ছেড়ে ঘাস ফুলে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক ব্যানার্জি।
বায়রন এদিন বলেন, সাগরদিঘি থেকে তাঁর জয়ের পিছনে তাঁদের ব্যক্তিগত করিশমা ছিল, কংগ্রেসের কোনো কৃতিত্ব ছিল না। আবার ভোট হলে তিনিই জিতবেন। কংগ্রেস পশ্চিম বাংলায় রাজনীতি করে বিজেপির বিরুদ্ধাচারন করছে না ঠিকমত। তাই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কেননা এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে একমাত্র তৃণমূল কংগ্রেস।